দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক।
দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক
দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক
জামালপুর জেলা প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলায় ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে। আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের কাছে সন্দেহভাজন ভারতীয় নাগরিককে সোপর্দ করে স্থানীয়রা।স্থানীয়রা জানায়, ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও বলে পরিচয় দিয়েছেন। ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিকে স্থানীয়দের সন্দেহভাজন মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি ফকির-সন্ন্যাসী প্রকৃতির মানুষ। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন। তিনি বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক। তবে এখনো নিশ্চিত নই তিনি ভারতীয় নাগরিক কিনা। আমরা যাচাই-বাছাই করছি। অনুপ্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।











